মেহেফিল -এ- শায়র মোস্তফা হায়দার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শীতের সীমানায় বৈকালিক জোড়াশালিক
কিছুু বিবেকের পঁচাগিরি দেখতে দেখতে
মধ্যরাতের স্বপ্নরা উঁকি মারে বালিশের কার্ণিশে
আঁধারের ঘোর কাটতেই বিতৃষ্ণার ধৌঁয়া উঠা ঢেউ
দিনের সকালের কাছে বন্ধক রাখে মিথ্যা আশ্বাস!
স্বপ্নের শোকেসে বোগলদাবা করা আছে
চশমার ফ্রেমে চড়া শালিকের ঠোঁটভেজা করৃণা
মটরশুটির লতার মতো জড়ানো মায়ায়
এই শীতসকালে দাঁড়িয়ে আছে হিঙসুটে রবিদা।
চিকচিক রশ্মিতে ভেসে ওঠে মায়ারঘ্রাণ
সোনারোদের মাঠজুড়ে হেসে ওঠে স্বপ্নের সামিয়ানা
রাখালের বউ র হাঁকডাকে অবগত
শীতের সকালে মোয়া – মোয়া –
তা যেনো কম্বলের ভেতরে উষ্ণতার আদান প্রদান ;
রাতের সকালের চেয়ে দিনের সকালের ওম
বিশ্বাসের কাছে রাখে ভবিষ্যতের আমানত।
কুয়াশার পাঠ ছিঁড়ে শিশিরের মাঠ জুড়ে
আগামীর স্বপ্নে সাঁকো গড়ে নুনতা পাতায়।
বাতাসের সংসারে গেঁড়ে থাকা হিমালয়
শিমুল তুলোর মতো আলতো রথে ভাসিয়ে দেয়
এক কোয়াটার বয়ামভরা ইচ্ছে শিশির।
শীতের সীমানায় দাঁড়িয়ে থাকা বৈকালিক জোড়া শালিক
কাঁপে থরথরে
ঠোঁটের পাঠ শেষে পালকে বিলি কেটে
ওম মাখা দেহে ঠায় খোঁজে ভাবের পিরিতে।