মেহেফিল -এ- শায়র মোস্তফা হায়দার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
খুঁজতে থাকো স্রষ্টার শান গেয়ে
জোছনার পিঠে চড়ে গান ধরেছি বাঁচার
আকাশ তলে দাঁড়িয়ে দেখি বসছে বাজার।
বাজার পানে ফুলপাখিরা গাইছে গান
নিশিরাতে ডাক দিয়ে যায় স্রষ্টার শান।
এক নিমিষেই সুর চলেছে প্রেমের দড়ি বেয়ে
সাধন তলায় খুঁজতে থাকো স্রষ্টার শান গেয়ে।
কেউ না জানুক তিনিই জানেন মনের খবর
দিনযাপনের হিশেব খানির হবে কবর!
বাঁচতে জানার কৌশল খানি হচ্ছে তবে তপ্ত
মায়ার টানে গাঁথতে হবে কষে হিশেব রপ্ত।
জোনাকজ্বলা রূপের তরী সাজছে আপন সাজে
দিন বদলের হিসেব করে ব্যস্ত থাকো কাজে।