মেহেফিল -এ- শায়র মঈন মুরসালিন (নির্বাচিত কবিতা)

অই আকাশ অই বাতাস একদিন
আমার খেলার সাথী ছিল
আমাদের নিষ্পাপ আকাশ
একদিন আকাশ আমার বন্ধু ছিল
আর এখন আকাশের গায়ে অসংখ্য আঘাতের
চিহ্ন, কালো ধোঁয়ায় বিষাক্ত কোমল অবয়ব
ও আকাশ তুমি কেমন আছো?
আমাদের বসন্ত বাতাস…
একদিন যে বাতাস শাড়ির আঁচল উড়িয়ে
আমাকে কাছে ডাকতো ভালবাসতো।
সে বাতাসে আজ ঝড়ের তীব্রতা
ও বাতাস তুমি এমন হলে কেনো?
একদিন যে আকাশের হাত ধরে
একদিন যে বাতাসের হাত ধরে
আমি হারিয়ে যেতাম মগ্নতার মিনারে
সে আকাশ সে বাতাস আজ
পরকীয়া প্রেমের মতই শহর বিলাসী।
আমি পৃথিবীর সকল সীমান্ত তার ছিঁড়ে
মিলে যাই পৃথিবীর সকল সৌন্দর্যের সাথে
আমি হেঁটে যাই নদী পেরিয়ে আরো নদী
আমি হেঁটে যাই সাগর পেরিয়ে মহাসাগর
এখন পৃথিবীই আমার বন্ধু
পৃথিবী আমার চুল আঁচড়ে দেয়
আমাকে ঘুম পাড়িয়ে দেয়
আমিও আকাশ বাতাসের কথা ভুলে গিয়েছি
তারা তো নারীদের মতোই হিংসাকাতর।
আমি পৃথিবীর উত্তরসূরি বলছি
পৃথিবী আমার লগ্নতার মগ্নতার
সুরম্য প্রাসাদ।