মেহেফিল -এ- শায়র ফাতেমা হক মুক্তামনি (নির্বাচিত কবিতা)

কোথাও নেই আমি

একদিন আমি ভুল করে বাসা থেকে বেরিয়ে পড়বো
না ফেরার পথ ধরে, একাকী  ঐ দূরে
ঠিকানা বিহীন গন্তব্যে হাঁটতে থাকবো,
অবিরাম নিরলস হাঁটবো–
হাঁটতে, হাঁটতে, হাঁটতে চলে যাবো
অচেনা পথ ধরে, তোমা হতে বহুদূরে।
একদিন আমি ভুল করে তোমায় ভুলে যাবো
সব স্মৃতি মুঠো করে হাত ব্যাগে ঢুকিয়ে থথ
উপহার গুলো গোপন বাক্সে রেখে,
শুকনো ফুলগুলো আকাশে ছড়িয়ে দিয়ে
এই আমি সব ভুলে যাবো–
আমি সত্যি সত্যি তোমায় ভুলে যাবো।

একদিন আমি ভুল করে আকাশের তারা হয়ে যাবো
সব মায়া ত্যাগ করে, গহীন নীলিমার তরে
উদাস শূন্যে মিলিয়ে যাবো থথ
অমাবস্যার চাঁদ হয়ে আঁধারের আড়ালে রবো
পৃথিবীর সব দূরত্ব অতিক্রম করে করে
আমি একদিন সপ্তম আসমানের বাসিন্দা হবো।

তুমি দেখে নিও
একদিন আমি ঠিকই অনেক দূরে চলে যাবো
“কোথাও নেই আমি” শিরোনামে
সব কটা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হবে
গলিতে গলিতে মাইকে শোনা যাবে
“একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ”।

তুমি দেখে নিও
সবাই দেয়ালে  দেয়ালে পোস্টার টাঙাবে
ছাত্ররা বসুন্ধরা গেটের সামনে,
বা বনানী ১১ নং রোডের মাথায়
আন্দোলন করবে সব ধরণের যানবাহন থামিয়ে।
শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে ঢাকার রাজপথ।

তুমি দেখে নিও
একদিন আমার শোকে এদেশে শোকসভা হবে
কালো কাপড় বুকে বেধে ব্যানারে সবাই লিখবে
“আমরা শোকাহত”
তারপর, তারপর একদিন তোমার মতো
সকলেই আমাকে ভুলে যাবে।
আবার সবাই ব্যস্ত হয়ে যাবে নিজ নিজ কাজেথথ
বা, আবার হয়ত অন্য কোনোএক  ঘটনাকে কেন্দ্র করে
আমার নাম চাপা পড়ে রবে অনন্ত অন্ধকারে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।