সমূল ডোবালে শব্দহীন।
তবু তোমারই দিকে প্রসারিত হাত
এই অতল অন্ত থেকে চেয়ে আছে
ব্যগ্র দু’চোখ।স্থির চোখে কম্পমান মৃত্যুর ছায়া।
সোনালী হাতের ওই মায়ামৃত্যু কী করে ফেরাই!
এতো আয়োজন জীবনের, এতো ডামাডোল
আর তুমি ছুঁয়ে দিলেই কেন সব ডুবে যায়!
এই ডুবে-যাওয়া নীল নীল মুহূর্ত অপার! হায়!
তুমিই বাঁচিয়ে তুলবে বলে ধেয়ে আসে অচিন গরল।
বাঁচাও আমাকে তবে। ডুবতে ডুবতে আমি বেঁচে উঠি
ফের হন্তারক তোমারই হাতে…
দুই
ফুটে আছে নীল
তোমার সুবর্ণ প্রেমলিপি
‘দেবী’ এই শব্দের রঙে ডুবে ডুবোজলে।
দুঃখ-সুখের ওপার থেকে ভেসে আসা
একটি শব্দের মীড়ে ভরা তাবৎ আকাশ
সস্তা কাজলে আঁকা আমার চোখ
তার রঙ মেখে কেঁদে উঠেছিল —
তোমার কথা ভেবে আজও আমি তাই
এক পয়সার কাজল পরি চোখে
নীল চিঠি বেঁধে রাখি
হৃদয়ের ফ্রেমে।