মেহেফিল -এ- শায়র কৃষক মাহমুদ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

কৃষক মাহমুদ
গ্রামঃ আনিপুর
শৈলকূপা,ঝিনাইদহ
প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যাঃ অসমাপ্ত খেলা ঘর
প্রকাশকাল ২০১৯
তোমার হাত
তোমার হাত ছুতে চাইছে মন, এই আঁধার ঘেরা ঘর – উঠোন জুড়প সোনা রোদ, পেঁপেতলা কষ আঁধার খেলা করে –
বাতায়নে পাতায় পাতায় দোলখায় পূর্ণীমার বুক খোলা যুবতী আলো – হাতটা হাতড়িয়ে ফিরছি, কোথায় তোমার হাত?
তোমার হাত আমায় মাতাল করতে এলো, আমি নরক ভয়ে স্বর্গ হতে চুমু না এঁকে – স্বর্গচুৎ হলাম।
তোমার হাত কিছু নাই বা ছুলো আমার নামে
তোমার হাত কিছু লিখে যাক আমার আমলনামায়, তোমার হাত মাথার চুলগুলো নেড়ে যাক – আমি ঘুমিয়ে পড়ি প্রেম স্বর্গের খাটে…
তোমার হাতের পঞ্চাঙ্গুল আমার জন্মদিক – পঞ্চজীবন। প্রতিরাতে তোমার হাতের প্রতীক্ষায় থাকব। তোমার উদোম শরীর মেলে ধরো… আমার পঞ্চাঙ্গুল তোমার অকৃত্রিম সুখে কাজ করে যাক…
তুমি সুখে হেসে দিলে হাতের কর্ম সফল হয় …
আমি হয়ে উঠি দেবপুরুষ…
তোমার হাত সাদা পায়রার পালক পূর্ণ নরম পাখা হোক অতঃপর আমায় উড়াও তোমার তোমার সোহাগী পালকের ভাঁজে ভাঁজে
তোমার হাত রক্তক্ষয়ী যুদ্ধ রচনা করুক – আমি যুদ্ধ শেষের শোক বুকে নিয়ে ফিরে যাবো… তবু তোমার হাত দুটি দাও আমার নামে