মেহেফিল -এ- শায়র কচি রেজা
বিজিতা
বিজিতা বিজিতা বলে ডাকতে ইচ্ছে করে আজ
বিজিতা শৈশবের নাম
টিচার এসেছে বিজিতা, খেলতে যেওনা
বিজিতা বড়োদের কথা শোনো
বিজিতা তুমি হবে ইন্দিরা গান্ধী
বিজিতা জীবন একটা দাগ
বিজিতা বিনীত হও, জোরে হেসোনা
হারমনিয়াম নিয়ে বসো
ছেলে বন্ধুরা চিঠি দিলে মাকে দিও
বিজিতা বিজিতা ওড়না ঠিক ঠাক তো?
লুকিওনা