মেহেফিল -এ- শায়র, আতহার বাবরুল
আকাশ এত প্রিয় কেন?
পৃথিবীর এই আধুনিক প্রযুক্তি, মাধ্যম
কাগজ,কলম ছিলো না বহুবছর, বহুদিন
তখনও মানুষ ভালোবাসতো,কবিতা লিখতো
প্রেমিকা চিঠি লিখতো তার প্রিয় প্রেমিকের কাছে
মানুষ ওসব লিখতো এতকাল আকাশের বুকে।
তাই তো আকাশ দ্যাখো— এত সুন্দর, নীল
তাই তো আকাশ আমাদের কাছে এতো প্রিয়।
মানুষ ভালোবাসার গল্প শুনতে ভালোবাসে,
মানুষ কবিতা ও চিঠি পড়তে ভালোবাসে,ফলে
আকাশের দিকে তাকিয়ে ভালোবাসার কথা ভাবে।
মানুষ একটু দুঃখ পেলে প্রথম আকাশের কাছেই বলে!
প্রেমের অভিধান
ভুল বুঝে কিংবা অযথা অকারণে
অভিমান পুষে রাখে যদি তোর চোখ
তবে,হৃদয়ের কাছে প্রশ্ন করিস যার জন্য এত রাগ অভিমান,তার জন্যই ভালোবাসা পুষে রাখে তোর বুক?
উত্তর যদি ‘হ্যাঁ’ আসে তবে জানিস—
প্রেমের অভিধানে মিথ্যে পড়েনি প্রেমিক!