মেহেফিল -এ- শায়র অসীম সাহা (নির্বাচিত কবিতা) by · Published April 17, 2020 · Updated May 29, 2020 বন্দি নীল পারদের উষ্ণ রেখায় বাতাস করেছি বন্দি দিগন্তে পীত জ্যোৎস্না উঠেছে আকাশের প্রতিদ্বন্দ্বী। সীমানার কাছে রৌদ্র জ্বলছে মনেতে রেখেছি ফন্দি যুগল ভ্রুর কম্পিত স্রোতে আমি তো করেছি সন্ধি। উষ্ণ ঠোঁটের পারদ উঠছে মনের গহন ছন্দে পাতাল-হৃদয়ে উথাল বিশ্ব মহুয়া-মাতাল গন্ধে। ফাগুনের বনে আকাশ নেমেছে অসীম সীমানা দুলছে পারস্পরিক যুগলবন্দি মনের দরোজা খুলছে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 মেহেফিল -এ- শায়র শেখ সামসুল হক February 14, 2020 by TechTouchTalk Admin · Published February 14, 2020