মেহেফিল -এ- কিসসা শুভশ্রী সাহা

নির্বাসিতার ডায়েরি

অনেক রাত হয়ে গেলেও ঘুম আসেনা আর আজকাল।বন্দি হয়ে তিন জনের কাজ একা করতে গিয়ে দেখি, এমন কি আর মাইনা দিই ওদের। অনেক কাজ আমার বাড়ীর। করতে কষ্ট হয় সত্যিই। তার মধ্যেই রীনাদি ফোন করে জানিয়েছে আমার রুটি নরম হচ্ছে তো! দাদা শক্ত রুটি খেতে পারে না। আমিও যেন নটার মধ্যে কিছু খেয়ে নিই!ফেলে রেখে গেছে ও আমাদের, কি জানি আমি কি সব সামলাতে পারব! ভুলো মনা বউদি ওর! সাত পাঁচ ভাবি, আসলে এই সময়ে তো মনের বন্দি দশা নেই! যে ছেলেটি ইটালীর ফাঁকা রাস্তায় ক্লারিওনেট বাজাচ্ছিল সেও তো বাঁচতে চেয়েছে শেষ দিন পর্যন্ত,আর তাকে হাততালি দিয়ে যারা উৎসাহিত করছিল তারা স্টেজ ফাইভের ইতালির মৃত নাগরিক। শূন্য ভ্যাটিকান সিটিতে ঈশ্বরের শেষ দূত পোপের খবর আমরা আর পাই না ইদানীং। অক্সিলিয়াম কনভেন্টের সিস্টার ক্লারা ফোন ধরেই জানালেন, আমরা আর আপডেট দিতে পারছি না মিসেস সাহা। উই আর ওয়ারিড আবাউট মাদার জেনারেল! জন্নত মিলেছিল কি সেই কাশ্মীরী ফরিয়াদী যুবকটির,যার মৃত্যুর খবর উপত্যকার খবরে পেয়েছি! জন্নত দেনেবালা পোপের কোর্টইয়ার্ড আজ পরিত্যক্ত, কেউ নেই সেখানে প্রার্থনার ঘন্টা বাজানোর জন্য। মসজিদের আজান ফিকে হয়ে আসছে, মন্দিরে একাই দেবতা বাস করছেন। শুধু চার্লস ডারউইন হেসে উঠছেন মাঝে মাঝেই! স্ট্রাগল ফর একজিস্টেন্স থিয়োরি বড় ওল্ড হয়ে গেছিল না! দন্ডমুন্ডের কর্তা তুমি একাই মানুষ এবার মরো। বায়োলজিক্যাল উইপেন্সের আঁতুড় ঘর বলে ইরাককে একঘরে করেছিল জর্জবুশ, দিয়েছিল সাদ্দামের খুলি উড়িয়ে। প্রমাণ করতে পারেনি শেষ পর্যন্ত যদিও। এবারেও চিনকে দায়ী করা হচ্ছে,হতেও পারে মনোপলি বিজনেস চায় সাম্রাজ্যবাদী চিন, কিন্তু বলি দিতে হয়েছে কয়েক লক্ষ/ কোটি মানুষকে! খোদার উপর খোদকারি! বায়োলজিক্যাল ওয়ার না শেষে ওয়ার অফ সারভাইভ্যাল হয়ে দাঁড়িয়ে যায়। ও মশাই শুনছেন!
ঢিচক্যাও!!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।