মধুসূদন দরিপার কবিতা

বাঁকুড়া শহরের মানুষ । বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর । ১৯৭৯ থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্র ' আর্ষ ' পত্রিকার সম্পাদক । কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, রম্যরচনা,ভ্রমণকাহিনী, সমালোচনা --সাহিত্যের সব কটি শাখাতেই লিখে থাকেন । প্রকাশিত গ্রন্থ : অমৃত সান্নিধ্য (ভ্রমণ উপন্যাস ) এবং ' আ মরি বাংলা ভাষা ' ( ভাষা কবিতা ফোল্ডার )।সম্পাদিত গ্রন্থ : ' বাঁকুড়ার ছোট গল্প ' (গল্প সংকলন ) । ' অমৃত সান্নিধ্য ' গ্রন্থের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় শ্রীপ্রণব মুখোপাধ্যায়ের সৌজন্যে জাতীয় স্তরে প্রদত্ত কামদাকিংকর মুখোপাধ্যায় পুরস্কার সম্মাননা প্রাপ্ত হয়েছেন । সাহিত্য ব্যতীত সংগীত ও নাটকের চর্চার সংগেও যুক্ত । নাট্য ব্যক্তিত্ব হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি এবং বাঁকুড়া পৌরসভা কর্তৃক সংবর্ধিত ।

কোটার কেমিস্ট্রি

‘গদি’  অ্যামোনিয়ার মতোই মৃদু ক্ষারকীয় একটি পদার্থ । দুর্নীতি নামক অ্যাসিডের বিক্রিয়ায় যা ‘ নাগরিক বোমা’ নামক লবণ তৈরী করে । এবং গদি থেকে নির্গত নির্যাস ‘ নাগরিক বোমা’ থেকে বিকিরিত তেজস্ক্রিয় গ্যাসের বিক্রিয়ায় ‘ নোটা ‘ নামক কঠিন পদার্থ উৎপন্ন করে ।
দেশের জনসংখ্যার মতোই যা নিয়মিত ক্রমবর্ধমান এবং গদির স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত আশঙ্কাজনক ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।