বিধায়ক ভট্টাচার্যর কবিতা

স্মৃতির স্মরলিপি

এখোনো কোমল পা এর ছাপটা মুছে যায় নি
ভেজা বালি তটে খোদাই করা যেন৷
সময়ের ঢেউ আসে নি এখনও,
ধুয়ে যায় নি স্মৃতির স্মরলিপি টা!!
এইখানেই সে এসেছিলো সমুদ্রের কাছে৷
কানাকানি করে কী যেন বলে গেলো?
গাঙচিলটা ঐ দিগন্তের নীলিমায় হোলো লীন৷
মাস্তুলটা মিলিয়েছে  ঘোলাটে লোনা হাওয়ায়!!
তারপর থমকে গেলো যত ঢেউ৷
অভিমান ভরা তটভূমি সফেন৷
নুলিয়ার দড়ি শিথিল হোলো৷
দূরে বাতিঘর জুড়ে রহস্য ঘন অন্ধকার!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।