• Uncategorized
  • 0

“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় হরেকৃষ্ণ দে

বাবার প্রতি

তুমি সূর্যের মত হয়ে তপ্ত করেছো শীতল শরীর
সব আঁধার কাটিয়ে দিয়েছো জীবনের চৌকুটির৷
তুমি চাঁদ হয়ে দিয়েছো চাঁদের জ্যোৎস্না মাখিয়ে
চাঁদের হাসি মাখিয়েছো আদরে দুঃখ যত সরিয়ে ৷
পৃথিবী হয়ে দিয়েছো নিঙড়ে জীবনের সম্পদ
পৃথিবীর বুকে আঙুল ধরে হাঁটিয়েছো দ্বিপদ৷
তুমি বটবৃক্ষ হয়ে দিয়েছো ছায়া অনর্গল
তোমার ছায়ায় বেড়ে ওঠে যত সন্তানদল৷
শুধু চেয়েছো মনে মনে সন্তানেরা থাক “দুধে ভাতে”
সন্তানের সংসারে দুঃখ পেলেও ভাঙেনা মন তাতে৷
হাজারো বায়না মিটিয়ে তুমি পেয়েছো সন্তান সুখ
বাবা হয়ে তুমি চেয়েছ দেখতে সন্তানের হাসি মুখ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।