স্বপ্নের গঠনগুলো এখন বদলে গেছে
এখন ওখানে লাল বাড়িগুলোর পাশাপাশি থাকে
সূক্ষ্ম লতাপাতার কারুকার্য করা মেহগিনি কাঠের আলমারি।
সাতদিনের মাথায় পৃথিবীটাকে খুব সুন্দর লাগে
যেন কোন হিংস্র, দুঃখী, মানুষের অস্তিত্ব নেই
যুদ্ধ নেই, ধর্মীয় অনুশাসন থেকে দূরে সবটা
এরপরই বর্ষার প্রথম বৃষ্টি এলো
প্রতিটি রাস্তা, অলিগলি আমাকে ভেজাবে বলে অপেক্ষায় রইল,
কিন্তু আজ আমি সবকিছুকেই অস্বীকার করলাম
গতকালও যা পারিনি-
আজ আমি ওই রাস্তাদের বললাম-
সময় এবং কারণ ছাড়াই এই পথে পথে আমি ঘুরব
মিথ্যে বলার জন্য একটু একটু করে নাক লম্বা হয়ে গেছে পিনোকিও’র
তরুনাস্থির ভেঙে যাওয়াও বিচিত্র কিছু ছিল না!
আয়না
এই সোনারঙের মধ্যে এক অদ্ভুত একাকিত্ব আছে।
এই রাত্রির চাঁদ সেই চাঁদ নয়
যা আদম দেখেছিল।
কয়েক শতাব্দী ধরে রাতজাগা মানুষের পাহারায় থেকে
এই চাঁদ এখন চিৎকার করে উঠছে।
দেখ! ওই তোমাদের আয়না।