টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত জয়ললিতার বায়োগ্রাফিতে সোভান বাবুর চরিত্রে।
কঙ্গনা রানাউত এর ছবি থালাইভিতে যীশু সেনগুপ্ত কে দেখা যাবে এক মুখ্য চরিত্রে। একজন তেলেগু অভিনেতা সোভন বাবুর চরিত্রে। কিছু মাস আগেই তিনি একটি তেলেগু ছবিতে কাজ করেছিলেন যাতে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন প্রোডিউসার আর ফিল্মমেকার।
এই থালাইভি ছবিটি ডাইরেক্টর হলেন বিজয় আর অভিনয়ের আছেন কঙ্গনা রানাউত যিনি তামিলনাড়ুর চিফ মিনিস্টার এর ভূমিকায় অভিনয় করছেন মানে জয়ললিতার ভূমিকায়। তা ছাড়া দেখা যাবে অরবিন্দ স্বামী আর প্রিয়ামনিকেও।
তাছাড়া যীশু সেনগুপ্ত মাণিকর্ণিকাতেও কঙ্গনার বিপরীতে অভিনয় করেছেন গঙ্গাধর রাও নেওয়ালকার।
সোভান বাবু একজন খুব ই নামকরা তেলেগু অভিনেতা যার সঙ্গে জয়ললিতার খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। এই ছবিটি তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে তামিল, হিন্দি, তেলেগু কিন্তু তিনটিতেই একই নাম থাকবে থালাইভি।
এই প্রজেক্টটির জন্য প্রায় ৬ মাসের কাছাকাছি নিজেকে তৈরি করে করেছেন। কঙ্গনা ভারতনাট্যম তামিল ভাষা শেখা। এর ফার্স্ট লুক পোস্টার তা দেখা যায় জয়ললিতার ৭১তম বার্থ এনিভার্সারীতেই।