ছড়াতে রতন বসাক 

” শীতের দাপট “

শীতটা ফিরে এলো আবার
লাগছে ভীষণ গায়ে,
শরীর ঢাকার পরও দেখছি
ঠান্ডা লাগছে পায়ে ।
কাঁপছে বুড়ো শীতের থাবায়
কাঁপছে ছোট বড়,
তখন থেকে কেঁপেই মরছি
কেউতো এসে ধরো ।
ওরে বাবা শীতের হাওয়া
বইছে কেমন করে !
থাকতে আমি পারি নাতো
বাইরে কিংবা ঘরে ।
রোদ ওঠেনা সকাল থেকে
গরম কোথা পাবো ?
ভাবছি এখন গঙ্গার ধারেই
ইটের ভাটায় যাবো ।
সঙ্গে কিছু আলু নিয়ে
খাবো আমি পোড়া,
আমার সাথে হেঁটে-হেঁটে
কেউকি যাবি তোরা ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।