ছন্দ কথায় প্রদীপ্ত দে
দূরত্ব দরকারি
কালবৈশাখী জমে নৈঋত কোণে
হৃদয়ের। আঁচ বাড়ছে সংক্রমণের।
নৈকট্যের বিনিময়ে প্রথাগত
সম্পর্কের অপচয় আর ক্ষত
কিনেছি আমরা। উন্নততর প্রাণী
এগ্রহের। অনুতপ্ত হলেও জানি
ভেতরে পুষেছি নিষেধের ঘেরাটোপ
পেরোনো ফন্দি । বিনাশে বুদ্ধি লোপ !
সংগোপনে বলে যায় মহামারী
“এখন জেনো,দূরত্ব দরকারি।”
মহানগরীর রাস্তা চলেছে দূরে
পথিকের খোঁজে। সবাই অন্তঃপুরে।
এভাবেই,জেনো এভাবেই নিশ্চয়
প্রকৃতি সৃষ্টি-স্থিতি করে সঞ্চয় ।
বিষাদ যতই অন্তর-ক্যানভাসে
ছোপাচ্ছে কালো। নাগরিক তবু আঁশে
ফেলে যায় শ্বাস ব্যর্থ অঙ্গীকারে ।
মুক্তির খোঁজে সবাই রুদ্ধদ্বারে ।
সংগোপনে বলে যায় মহামারী
” শুনছো তুমি ? দূরত্ব দরকারি ।”