চারণকবি বৈদ্যনাথ -এর ৮৭ তম জন্মদিন

চারণকবি বৈদ্যনাথের ৮৭তম জন্মদিনের প্রভাতি অনুষ্ঠানে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন ” চারণকবি বৈদ্যনাথ সাহিত্য আকাদেমি”র সভাপতি ডঃ নরেন্দ্র রঞ্জন মালস। রয়েছেন আকাদেমির সম্পাদক হরিপ্রসন্ন মিশ্র, বিষ্ণুপুর পৌরসভার কাউন্সিলর, বিশিষ্ট বাচিক শিল্পী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, কবি জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।