গুচ্ছ কবিতায় সায়ন
by
·
Published
· Updated
১। কুরুক্ষেত্র
সমস্ত মাঠ জুরে ইতিহাসের
কুরুক্ষেত্র পড়ে আছে
সমস্ত বিস্ময় জুড়ে আছে
শব্দহীন একটা পান্ডুলিপি
সেদিন সমস্ত এলোপাথাড়ি
বিছানা সাগরের
ক্ষুধার্ত জ্বালার ভিতর দিয়ে
শব্দছক মেলিযে় দেখছ –
শেষ রক্তাক্ত রুটিগুলো কি একটা আয়ুষ্কাল হয়ে গেল!
২। বৃষ্টিবান্ধবী
ছুটন্ত রঙ তুলি ছিল, কাগজের বুক খোলা
আর জাগিয়ে রাখা কালোয়
তোমার চুল ছুঁয়ে ফেলে
হাঁটু ছাপিয়ে, কবিতার শেষ লাইন, বিদ্যুৎ সীমান্ত আলো
তখন কানের পাশে ফুলের নজর , একাকী কটাক্ষ
তখন ঘরে ফেরার চাকার কোরাস, নিঃশব্দে পা ফেলা
আসলে সারাদিন শব্দকুড়নি ছেলে
টেবিলে রেখে যায় শুধু তোমার নামের আবিষ্কার
৩। বর্ণ
একটা জন্ম পাতার নিচে আলো
তোমার সঙ্গে ছায়ার দেহ দেখা
দিগন্তমাঠ অনেক সবুজ ভাষায়
কথা ছিল – কথা বলার আশায়
ভাষায় ছিল আগুন লেখার গান
কালো কিংবা সাদায়, মানুষ রঙের প্রাণ
এখন শুধু হাঁটুর নিচে মাথা
শহরে হবে না প্রেমের পদ্য লেখা?