গুচ্ছ কবিতায় রুনা দত্ত

ফুল ফল ও বীজ 

নিউটন সূত্র অনুসারি
টুকটুকে লাল আপেল
আদম ইভ বা আদি নারী পুরুষ
দেহজ ঘ্রাণ ঘামবিন্দু
শিশিরের টুপটাপ
বৃষ্টিস্নাত স্নান
সিক্ত বিভাজিকা
ঝুরো ঝুরো জলবিন্দু
নাভিপদ্ম আতর চন্দন
দংশন আপেল প্রেম
শঙ্খশুভ্র উরু উষ্ণ প্রসবণ
জাফরানি হলুদ ফুল ফল ও বীজ ।

ভূমিকাবিহীন 

বহুদিন পর আমি নদীর কাছে এলাম
আলতো হাতে জল ছুঁয়ে দেখলাম
অথচ সিক্ত হতে পারলাম কই !
আসলে তুমি চলে যাওয়ার পর থেকে
সব কিছুই বড়ো রুক্ষ মনে হয়
কিছুতেই সহজ সাবলীল হতে পারি না।
নদী হতে বা নদীর মতো ভেসে যেতে
তোমার সাথেই তো শিখেছিলাম,
তাই আমি এখন আর নদীর মতো
গভীর হতে পারি না,গভীরে যেতেও পারিনা ।
সব অনুভূতি শুকিয়ে মনের সংকীর্ণতায়
এতোটাই চড়া পড়েছে যে…
হাঁটুজল অবধি নাব্যতাও যেন ঠিকঠাক
খুঁজে পাওয়া যায় না।
তাই নদীর কাছে সব খুলে খুলে রাখি
ফিরে যেতে থাকি পুরনো শূন্যতায়,
আপাতত নিজের কাছে ফেরা ছাড়া
কার্যত আমার আর কোন ভূমিকাই নেই !

হংসীনি রাই 

খোঁপায় চাঁদের পালক গুঁজে
হংসীনি রাই জলকে নামে
বাদামী পিঠে ঝুরো ঝুরো জোছনা
অভ্র আল্পনা এঁকে দেয়।
জুঁই চাঁপার গন্ধে মদির কুঞ্জবনে
কৃষ্ণপক্ষের গাঢ় ইশারা
প্লাবিত স্নায়ুতে শ্যাম শিউলির ঘ্রাণ
আর ভ্রমর বিলাস।
উন্মুক্ত নাভিমূলে ময়ূরাক্ষী নদীর
আন্তরিক সৃজনানুরাগে…
সোহাগী শরীর জোড়া জল,
কলসী ভেসে যায়।
মৌসুমী মৌতাতে সিক্ত শরীরে
বিন্দু বিন্দু পরাগরেণুর মিলনাভূতি।
রিরংসার অভিসারে পেখম মেলে
হংসমিথুন রাই।

বিষাদ চিহ্ন

দুটো মানুষ দুদিকে চলে গেলেও
কিছু কি রেখে যায়,
কি জানি !
আমার তো প্রায়শই মনে হয়
তোমার কাছেই রাখা আছে.. ….
আমার অর্ধেক আকাশ
আর অর্ধেক জীবন।
হয়তো যা ছুঁয়ে ছিলো
ভালোবাসায় ….
এবার এই যে বাকি ভগ্নাংশ
নিয়ে ফিরে যাওয়া,
তাতে শুধুই বিষাদ আর
বিষণ্নতার চিহ্ন।
এরপরেও কিভাবে
পরিত্যক্ত আকাশ ও জীবনকে
নিয়ে ভালো থাকা যায় !

গোলাপের শোক 

প্রশান্তির রাত জুড়ে হানা দেয়
ক্যামেরার ক্লিক ক্লিক
ওয়াল ক্লকে ঝুলে থাকে ব্ল্যাকহোল থেকে
ছুটে আসা যাবতীয় আসবাব ।
অশান্ত হয় শিরা থেকে উপশিরা,
হ্যাঙারে ঝুলিয়ে রাখি তোমার ঠোঁটের শরাব!
বিস্তীর্ণ মালভূমি পেরিয়ে….
তোমার ঠোঁটে পৌঁছনো দায় , শ্বাসরুদ্ধ আমার ।
আর কাব্যের দোয়া মেনে মেট্রো শহর
আমায় বিষন্ন করা চারটে প্রহর!
আর একটু পর ঠিক ছুটে যাবো দূরে
জানলায় গেঁথে রাখি আদরের নাম
আদমের মতো আমি, আদিম ক্রীড়ানক
কবরের রাতপাখি, গোলাপের শোক!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।