কোথাও যেন পড়েছিলাম কোনো জন্মে…
“যে সম্পর্কের কোনো স্বীকৃতি নেই,তাকেই আমি কবিতার নামে ডাকি!”
প্রতিটা ভাঙনের পরও আবার মনে হয়,একটা পাগল পারা ঝড় এসে ভাঙন ধরাক আমার সমস্ত অস্তিত্বে!
আশেপাশের খড়কুটোর মতো,ভেসে যাক আমিত্ব…গুড়িয়ে যাক নিষেধের বেড়াজাল!
চাইতে নেই জেনেও দুহাত পেতে আশ্রয় চাই সেই ধ্বংসের বুকেই!
মহাকালের জটার ভিতর যেভাবে স্রোতস্বিনী তার বেগ হারায়,নিজের জন্য ঐ ধ্বংসের ভিতরেই পুষে রাখি একটা বাবুইবাসা…
একটা আদ্ধেক অসমাপ্ত উপন্যাসের মতোই,সেই ধ্বংসেই থেমে থাকে আমার খানিক লুকানো সময়!