ক্যাফে কাব্য -তে হেমন্ত সরখেল

জন্ম কলকাতায়। সাহিত্য ই জীবন। কলমে মূর্ত কবিতা,গল্প,উপন্যাস, রচনায় বিশেষ ভাবে পরিলক্ষিত ভিন্নধর্মিতা। রয়েছে গল্পকারের কন্টেন্ট অ্যাওয়ার্ড। কাব্যগ্রন্থের সংখ্যা এ পর্যন্ত সাতটি | রয়েছে কাব্যিক পালক,মুকুটে। বহুল চর্চিত উপন্যাস 'অপরিচিত' প্রশংসা কুড়িয়েছে পাঠকমহলে। বহমান অদ্যাবধি আখর স্রোত।

কর্ণবিহীন

অবজ্ঞা করোনি। জানতেও চাওনি। উদাসীনতা কি অবজ্ঞা নয়!
জানতে ইচ্ছে হয়।
অনাকাঙ্ক্ষিত জীবন দিয়েছে যতটুকু
ঢোঁক গিলে গিলে নিয়েছি সবটুকু, উদর আস্তাকুঁড়।
আমার যাপন মরে তোমার গর্ভ ভরে
নৈরাশ্য সম্ভোগে প্রেম সুদূর।
আবারও কাছে যাই। হিতাহিত জ্ঞান হারাই।
শত অপমানেও ভিখারীর মতো উত্তরপুরুষ চাই। লক্ষাধিক বংশানু প্রবেশ করাই।
সে উন্মত্তবেলা! যখন বসে পড়েছি কর্ণকুন্তিসংবাদ- দুপুরে- দোহে- অঝোরে
কেঁদেছ তুমি, পায়ের পাতা চেপে ধরে, মনে পড়ে?
তার রেশ রয়েছে হয়তো বা কোন রন্ধ্রপথে,
তির্যক আশ্লেষে, সূর্যপ্রণামে জন্মেছে ঘৃণা-
“— ও মা! উনি পেলে আমরা কেন পাবো না?”
-না, পাইনি। কর্ণ আসে না। দুঃশাসন আসে।
জড় বড়োই সজীব জীবনের ক্যানভাসে।
চেতনা জঠরজলে সবাক দাবানলে এমতাবস্থায় ভাসে।
তারপর আর তুমি চেননি আমায়। ভালোবাসা শুকিয়েছে দ্বৈরথের প্রতীক্ষায়। মেনেছি, সব দায়। তবু উদাসীনতায়, সময় ভেসে যায়…
উদাসীনতা কি অবজ্ঞা নয়?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।