ক্যাফে কাব্য -তে শৌর্যদীপ সান্যাল

বিরতি

সমস্ত স্বীকারোক্তি এসে জমা হয় চশমার কাঁচে। সময়ের ক্যামেরায় ঋতু পরিবর্তন ঘটে চলে অবলীলায়।
আজ আর কিছুক্ষন পর হারিয়ে যাবে এতদিনের লিফট বন্ধ হওয়ার শব্দ; অসহনীয় সামাজিক অসহায়তা।
ফেলে আসা গুলমোহরের রাস্তা আজও কি একইরকম আছে? যেখান থেকে দোতারা হাতে হারিয়ে গেছে আমার ছেলেবেলা।
যেভাবে হারিয়ে যায় বইমেলা, টিবেটিয়ান, বিগ বাজার, আগুন-রাত।
তারপর একদিন লিফটের দরজা বন্ধ হয়। আমরা পাল্টে ফেলি আমাদের ইউনিফর্ম।
গাড়ি এসে দাঁড়ায় সদর দরজায়…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।