ক্যাফে কাব্য -তে অঙ্কিত দে by TechTouchTalk Admin · Published June 20, 2020 · Updated June 20, 2020 বডি শেমিং লোকে বলছে বলুক, আমি না হয় কালো, অন্ধকার আছে বলেই গুরুত্ব পায় আলো। লোকে বলছে বলুক,আমার অনেক ওজন, শারীরিক গঠন শ্রেষ্ঠ নয়, সুন্দর তবে মন। লোকে বলছে বলুক, চোখে আমার চশমা, মা’র থেকে সদাই পাই মিষ্টি মেয়ের তকমা। লোকে বলছে বলুক,আমি খেতে ভালোবাসি, খরচা আমার বাবার,তাই ওদের কথায় হাসি। লোকে বলছে বলুক, লোকের তো কাজই বলা, রবিঠাকুর শিখিয়েছেন মোদের “একলা পথ চলা” ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love