• Uncategorized
  • 0

কবিতা – শীতল বিশ্বাস

ভালোবাসার জায়গা অনেক, মূলত কবিতা, তবে নড়চড় হয় গল্প, ভ্রমণ কথা ইত্যাদিতে,আমি শীতল বিশ্বাস, বাঁকুড়া সদরে থাকি,ঠিকানা-শ্রীনগর পল্লী, কেন্দুয়াডিহি ।

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা

বিদ্যাসাগর 

আপনাকে নিয়ে কি লিখব বা বলব
ভাবতে ভাবতেই——————
দু’ শো বছর কত্তো কি এলো ,গেলো-
উল্কাপাত,সূর্য গ্রহণ- চন্দ্র গ্রহণ, কতো নামি- দামি  ঝড়, ভূমিকম্প,বন্যা-খরা-জলোচ্ছ্বাস-
কিন্তু আপনার শব্দের বাইরে নতুন কিছু
শব্দ, নতুন কিছু বর্ণ—————-
আপনাকে নিয়ে ভাবতে বসলেই
মাধ্যাকর্ষণ হীন হয়ে যাই—
ব্ল্যাকহোলের অনুভব আসে,
অ্যাত্তোসব শব্দযাদু ,মিথ্যে মিথকে
আড়ালে রাখতে পারে না—
সূর্য চিহ্ন আকাশে অন্তর্লীন থাকলেও
দিনমান প্রকাশ থাকে—- আপন বৈভবে—–
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।