কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়
প্রেমে কিংবা প্রতীক্ষায়
তুমি কি অভিমানীই থেকে যাবে? আমার বৃষ্টির মধ্যে প্রাচীন রচনার মতো এখনো উস্তাদ রাশিদ খানের ধূন বেজে চলেছে আমার
কানে, এই শ্রাবণে ঐশ্বর্যে ভাস্কর্যের কারুকাজ
নির্বাচিত সমুদ্র পাখিরা ঝাঁকে ঝাঁকে আশ্রয় নিচ্ছে আমার শরীরে, ফের অনেক দিন পর হাওয়ারাও চিনতে পারলো আমায়
আমি শুধু তোমার চারপাশে নেচে নেচে
ক্রমাগত হালুম করে ভয় দেখাবো ভেবেছি
ঘুম ভেঙ্গে প্রথম আমার এই রূপ দেখে চমকে উঠবে তুমি, আমি তোমাকে গ্রীষ্মের দুপুর থেকে মুক্ত করব ,তুমি কি সত্যি সত্যি অধরাই থেকে যাবে। ?
তার ও পরে রক্তের ছলাৎছল বিষণ্ণতায় ডুবে গেলে মাঝে মাঝে রতিক্রিয়ার শব্দ শুনতে পাবো
তারপর রাত্রি শেষ হলে দুপাশে আমরা সেই দুজন, ফুল্লরা কালকেতু…
গল্পটা কেউ বিশ্বাস করবে না কোনোদিন
কিন্তু তুমি জানবে আমি জানবো
আর ভবিষ্যতের দূত…
অজানা একটা স্বর তোমাকে ডাকছে
বহুদিনধরে ,আজ এই আধো জ্যোৎস্নায়
আমরা দুজন সেই মন্ত্রোচ্চারনে লিপ্ত হব
প্রেমে কিংবা প্রতীক্ষায়
ব্যর্থ হয়ে যাতে পরিত্যক্ত হয় না কেউ…