কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়

রাস্তা 

রাস্তা থেকে রাস্তায় গেছি
বাক থেকে বাকে
শব্দদূষণে মন চঞ্চল হয়ে উঠেছে
সুতো কেটে যাওয়া ঘুড়ির মতো ই যে রূদ্ধশ্বাস
দ্বিধা দ্বন্দ্ব সংশয় অভিমান
হীনমন্যতার নামাবলী পরিয়েছিল
অনেক টা পথ আসার পর মনে মনে
ঝরে পড়ল অকাল বৃষ্টি র কথা
জলস্রোত ভাসিয়ে নিয়ে গেল, অথচ বাইরে থেকে বোঝার উপায় নেই, স্বভাবধর্ম
নতুন আলো নতুন কুশীলবে মঞ্চ সাজানো হয়েছে,আপনাদের জানার কথা নয়
আপনাদের জানার কথা নয় মানে জানার
কথা  নয়  ,অথচ দেখুন আপনাদের ও চোখ চলে গিয়েছিল অন‍্যের জানলায়
আমি হিমঘর থেকে বরফ হয়ে
ফিরে এসেছি,গ্রাম‍্য হাটের বিকেল ছাড়িয়ে
লাল মাটির উপর দিয়ে ফের গাড়ি ছুটছে
জয়কৃষ্ণপুর রাধানগর অবন্তিকা
বিরহী পোস্টম‍্যান প্রতিটি চিঠির গায়ে
লিখে রাখছে তখন মনখারাপের নক্ষত্রপুঞ্জ
নিমেষে নীহারিকা হয়ে যাচ্ছে
পুরনো বন্ধুদের হত্যাকান্ডের ছবি
আর এ দিকে শৈশব অতিক্রম করে ছুটছে
গুগুল ম‍্যাপ ,রাস্তা থেকে রাস্তায় গলি থেকে বাকে শূন্য হাইওয়ে নিজেই ছুটছে শরীরের উপর দিয়ে আলো অন্ধকারে অনন্তকাল…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।