কবিতায় সুপ্রিয়া সু চক্রবর্তী
শূন্যে ভেসে ভেসে
পথে পথে ঘুরে বেড়াবার কালে আমার ভালোবাসার মানুষগুলোর গন্ধ পাই। তাদের জামার রং দেখতে পাই হাসি ভেসে আসে পাশে পাশে। মনেহয় এই তো সবাই আমার সাথে সাথেই এসছে নদী নদী মেলায়। কত কত ঢেউ তাদের। কত ছলাৎ সুর আমার মধ্যে। চশমাটা ঠেলে দিই চোখের আরও কাছে যাতে গন্ধটা প্রগাঢ় হয়ে আমার চারপাশে খেলে খেলে বেড়ায়। জানি কেউ আদতে নেই কোথাও। ঠোঁটের কোণে অবহেলার হাসি নিয়ে প্রত্যেকেই ঘরে ঘরে নন্দনকানন গড়ে তুলছে অন্য অন্য খেয়াঘাটে। কিন্তু জানি আমার প্রতিটি পা ফেলায় প্রতিটি প্রক্ষোভে নদী আসে আমার পাশে পাশে। শূন্য শূন্য অন্ধকারের বুদবুদ শব্দহীন ভেঙে ভেঙে যায়। আমার বানান ভুল হয় পথে পথে। জলে জলে নদী হেঁটে যায় পাঁচিলের দিকে। স্রোতে আমার মরদেহ ভাসে। থ হয়ে যাই কোলাহলে। কত কথা কত গান একা একাই পাখি হয়ে যায় অন্ধ আকাশের কার্নিশে।