মিঠে রোদ নিভে গেলে পরে থাকে প্রগলভ বিকেল ও বিপন্ন আলো,
ঝিলের জলে যে সূর্য ছায়া ফেলে মিলিয়ে যায় তাকে কি নদী তীরের আলেয়ার সঙ্গে তুলনা করব?
দু:খ আবিল রাতের স্ট্রিট লাইট কি পাল্লা দিতে পারে বেনিঅসহকলার মায়া বিভ্রমের সঙ্গে?
আলাস্কার শীতলতা মোড়া রাতে আত্মাও যখন জমে বরফ তখন আনডিফাইন্ড ব্রহ্ম মুক্তো মুক্তো শোক ছড়ায় মগ্ন চরাচরে….
ক্যারাভানে বাজতেই থাকে, “বাফা কি রাত মে ঘায়েল পেয়ার আজ ভি হ্যায়”
রাত গভীরের ঝোড়ো হাওয়া জলনুপুর ছন্দে বলে ধ্রুব চন্দ্রিমা মুহুর্তে পিছনের রাস্তায় না তাকানোই দস্তুর…..
শত আলোকবর্ষ দূরের নামহীন ঋজু দ্রাঘিমায় তখন বৃষ্টি হয়ে ঝরছে,