• Uncategorized
  • 0

কবিতায় সিন্টু কুমার চৌধুরী

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ ডুলাহাজারা কলেজ, চকরিয়া, কক্সবাজার। সাবেক সভাপতি বন্ধুসভা, চকরিয়া। নির্বাহী সদস্য বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

কৃষ্ণ পক্ষে ধায়

শুক্লপক্ষের অপ্রাপ্তবয়স্ক চাঁদটি
প্রায় অর্ধবৃত্ত হলো
কৈশোরের মনে হঠাৎ বিপরীতে
আকর্ষণ, অবয়বে লক্ষণীয় পরিবর্তন
স্বশরীর কেমন যেন অচেনা
খেলার সাথী যেন অন্য কেউ
দূরের অচেনা পাখি
চেনা বৃক্ষে অচেনা গন্ধে
মউ মউ করছে অচেনা ফুল!
রহস্যময় অনুভূতি সুড়সুড়ি দিয়ে
জানান দেয় মুকুল আসছে
শরীর জুড়ে, কাণ্ডজ্ঞানহীন অকারণ
গোপনীয়তা, চলনে বলনে অহেতুক
চাঞ্চল্য অনর্থক অকারণ অভিমান
অকারণ অশ্রুসিক্ত মন।
এই মনে সব চেনা-জানা
এই মনে হয় সমাজে কত অনিয়ম
এই মনে কত শত বৈষম্য
এই মনে হয় কত শত ভ্রান্ত ধারণা
এই মনে হয় কত অমিল পাঠে-প্রয়োগে
এই মনে হয় আমিই সেই অগ্রদূত, আবার
পরাবাস্তব আঘাত, সম্বিত ফিরে পাওয়া।
নগন্য মেনে নেওয়া, হাঁটতে চলতে
কত কি দেখা অদেখা।
অপ্রাপ্তবয়স্ক চাঁদ, শুক্লপক্ষের
প্রায় অর্ধবৃত্ত চাঁদ, কৃষ্ণপক্ষে ধায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।