ইংরাজী ২৯৫৬ সালের ৬ ই মার্চ উত্তর ২৪ পরগণার আড়বালিয়া গ্রামে জন্ম । ছাত্রাবস্থায় পৈতৃক বাড়ি বাদুড়িয়া থানার কাটিয়াহাট গ্রামের বি কে এ পি ইনস্টিটিউশনে ছাত্রাবস্থায় দেওয়াল পত্রিকায় ইং ১৯৭০ সালে কবিতা লেখা শুরু । বর্ণালী, বৈশাখী , দেশ , নবকল্লোল , মউল সাহিত্য , ষুগসাগ্নিক ত্রৈমাসিক সহ বহু পত্র পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে । মোট প্রকাশিত ২৮ টি কাব্য গ্রন্থ।।
তুমি উচ্চারিত হও
শব্দ তুমি উচারিত হও
উচ্চারিত হও স্বার্থহীন,
বর্ণমিলে ভালোবাসা দিয়ে
নির্মম পৃথিবীর রিক্ত রাগে ।
উচ্চারিত হও নব নব
চেতনায় অবক্ষয়ের নির্বানে
মানবিক পৃথিবীর নির্মাণে ,
সভ্যতার বর্বর ছবি মুছে
উচ্চারিত হও প্রেম গানে ।
উচ্চারিত হও আন্তরিকে
আর্তের অসহায় চিৎকারে,
সুখের পাণ্ডুলিপি খুলে দেখ
দুঃখের ভিতে লেখা যত কথা
পাল্টাও পাল্টাও বারে বারে ।।