কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায় 

দিনলিপি

যা ইচ্ছে নিয়ে যাও –
তোমার করাল গ্রাস জানি
টলটল অশ্রু মেঘ
সেখানে বসাও  মরুভূমি
দিগভ্রান্ত সহস্র পথিক
ঘুরে ঘুরে দেখে মরিচিকা
তবু তার শব্দের অক্ষরে
ঝরে পড়ে স্তবমালা
গেয়ে উঠে মায়াঝরা গান ।
কাছাকাছি আগ্নেয়গিরির
আভাস কিছু তো এসে লাগে
চমকে উঠে মানবশরীর —
যা ইচ্ছে নিয়ে যাও
বনপথ , উদাসি পাখির ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।