কবিতায় শুভজিৎ বোস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বৃষ্টিপ্রেম
আজ শুধু মেঘ সাজিয়ে রাখি আমার কোমল বুকে
যায় উড়ে যায় মেঘের চিঠি স্বপ্ন আঁকা বেশে।
দিগন্তনীল মাঠের ওপর ঘাসেদের সুখ সাড়িতে,
মেঘের মাদল বাজছে গুড়ু গুড়ু হৃদয় জ্বলা প্রেমেতে।
এই শরীরের সমস্ত তাপ বর্ষায় গেল হারিয়ে,
রোদের কুসুম,জোৎস্না গুঁড়ো মাখবে কেন আজ গায়েতে ?
ইচ্ছে আজ বৃষ্টি দিনে ভিজতে চাই সক্কলে,
এক ফালি চাঁদ আকাশে হেলে উঁকি দিচ্ছে অন্তরে।
ফুলগুলি আজ চুপসে যাবে রাতের বৃষ্টি চুম্বনে,
উষ্ণ আলো রেখে যায় স্মৃতি শুকনো বুকের অন্দরে।
সোজাসুজি বলি বৃষ্টি আমার প্রথম ভালোবাসা,
স্কুল,কলেজের তুমুল ইচ্ছেটা আজও বুকে আঁকা।
বৃষ্টি প্রিয় তুমি তোমার উপমা হয়ে থাক,
তোমার কাছে হার মানি আমি চাঁদ তারার মতো।