কবিতায় শাহীন রায়হান by TechTouchTalk Admin · Published December 17, 2019 · Updated December 17, 2019 স্মৃতির ফসিল সেদিন নিশীথ গাঢ়তম অন্ধকারে যে তরী ডুবে গেছে যাক- ব্রহ্মপুত্রের তীর ঘেষে শরতের কাশফুল মাড়িয়ে হেমন্তের ধানক্ষেত স্মৃতিহীন করে যে স্মৃতি মুছে গেছে যাক আমিতো বিরহ বনের আগুনে পুড়েছি পুড়িয়েছি তোমাকে- একে একে রেখে যাওয়া স্মৃতি মাটি চাপা দিয়েছি বিস্মৃতির গণকবরে। তবুও কেন স্মৃতির ফসিল কুফুর পিরামিড হয়ে কুড়ে কুড়ে খায় আমাকে। তবুও কেন বার বার ভেসে যাই স্মৃতির ব্রহ্মপুত্রে অতীত থেকে অতীতে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 || আ মরি বাংলা ভাষা || সংখ্যায় চিরন্তন ব্যানার্জি February 23, 2021 by · Published February 23, 2021