ফেসবুক
ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে যারা
তারা দেয়ালের গায়ে এসে বসা মথ
লুনা,জিপসি,অ্যাটলাস,টাইগার মথেরা
দুডানা ছড়িয়ে বসে,খপ্ করে তাদের একটাকে
না যদি এখন ধরি,ফিরে যাবে পাহাড়ের ঘন কুয়াশায়
চোখ বাঁধা জাদুকর,নেট হাতে ঘুরছি সারাক্ষণ
তাড়াতাড়ি মাউসের পেটে ক্লিক করি
২
যে ছেলেটা চ্যাট করছে,সে আসলে টাকমাথা বুড়ো
‘ছিমছাম গৃহবধূ’ পরিচয় প্রোফাইলে লিখে
যে মেয়েটা কোকিলের ডাক হয়ে সারাদিন কথা বলে গেল
আসলে সে হিংস্র ডাইনি এক
জঙ্গলে ঝর্ণার পাশে, গুহার আড়ালে একা থাকে
স্মার্ট ফোনে খুঁটে খুঁটে অক্ষর সাজায়
ডেটিং এ বেরোই যদি,টিলার মাথায় উঠে
শেষ বিকেলের সূর্য রক্তমাখা চাকা,তার নিচে
একসঙ্গে দাবা খেলবো,ঘুঁটিগুলো ছোট ছোট নুড়ি পাথরের
সন্ধ্যে হলে,সজারুর মাংস দিয়ে তৈরি করা স্যুপে
চামচ ডুবিয়ে শুধু
অপলক চেয়ে থাকবো মুখোমুখি বসে
হাওয়া যেন চোরকাঁটা, শিরশির করে উঠবে ত্বক
রাত্তির পোশাক ছাড়লে,বিষমাখা লম্বা নখ দুচোখে ঢুকিয়ে
সে আমাকে ধাক্কা দিয়ে গভীর কুয়োয় ফেলে দেবে