কবিতায় শান্তম
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অব্যর্থ
মনে কর মাটি খুঁড়ছি । বীজ ছড়িয়ে দিবি তুইই
ফসল আঁকড়ে ধরবে মাটি
গেয়ে উঠবে আমাদের ন্যাংটো বাচ্চাটি
যখন কুরে কুরে খায় এত এত আমি
তোর এত এত তুই । অসুখের সুখ পেয়ে
ভালোবাসা ইশারায় খড়কুটো আনে
ঘর বাঁধে । সস্তা পলিথিনে আড়াই হাতের টানাটানি ।
কালকেতু’র মা ঘুমোতে পারে না
দুঃখ নেই , একশো বছর গর্ভে ধরে
পৃথিবী একজন কবিরই জন্ম দিতে পারে
হে স্পর্শ
ভয়ে রাগে কেঁপে ওঠে ব্যাধ
রত্নাকর ব্যাধ ; ব্যাধ রত্নাকরে কথা হয়
ফালাফালা অনন্ত অসুখেও কালের উঠোনে
দুদণ্ড আলো ঝরে পড়ে
ভাষার জন্ম হয় । আহত অক্ষরের সাথে
মিশে থাকে ‘ মা নিষাদ …. ‘