আমি তখন কুঁড়ি ফোটা সদ্য যুবতী।
বৃষ্টি দেখে আকাশ টাকে বুকে টানতে ইচ্ছে করে।রামধনুর সাত রঙে ভেজা মনটা, তখন হলুদ রোদ্দুর হয়ে তোমার বুকের নদী হতে চায়।
ইচ্ছে করে তখন ফাগুনের কমলা রঙে দোল খেলি।
শুধু তোমার কাছেই যাই।
তোমার দেওয়া গোলাপি রং এ শরীর দোলে। সিঁথি তে পরিয়ে দেওয়া তোমার লাল রঙের আগুন হাতছানি,,,
সব নিষেধাজ্ঞা ভুলে সর্বনাশের নিষিদ্ধ খেলায় মেতে উঠতে চায় । তখন আমার বুকে ঘাড়ে পিঠে তোমার নিঃশ্বাসে আসমানি রঙ।
আমার নীল ঠোঁটে তখন সেখানে শুধু তুমি ই।
বুকের ভেতর আলতা রঙে তোমাকে খুঁজে পাই।। আমি তোমার মনে পলাশ মাখিয়ে দিই । ভালবাসার শরীরে তখন সবুজ কিশলয়ের দোল । সদ্য জাত প্রেমের উত্তাপে উন্মত্ত হয়ে উঠি। এক টুকরো মায়াবী রোদ তোমায় আদর করে। তোমার মধ্যে তখন মধ্য রাতের শিউলির গন্ধ। লুকোনো চুম্বন, কিছু অভিমান, আড়মোড়া ভেঙে মিঠে রোদ্দুর হতে চায়। কড়ি মধ্যমের মূর্ছনায় নেমে আসে এক অনামী আদর সন্ধ্যা। শেষ বিকেলের মরা হলুদ আলোটুকু নিয়ে ইমনের সুর ধরা পঞ্চমের বুকে তখন ভালোলাগার সারেঙ্গি বাজে।
ইচ্ছে হয় তখন আরও কিছুটা সময় শুধু তোমাকেই ভালবাসি অনিকেত দা।
আরও কিছুটা সময় তোমার উত্তাপে সেঁকে নিতে ইচ্ছে করে আমার ঘর গেরস্থালির শ্যাওলা রঙা
স্যাঁতসেঁতে জীবন ।
শিউলি হয়ে ফুটে থাকতে ইচ্ছে করে শুধু একটা ঝকঝকে ভোরের অপেক্ষায়। প্রতিশ্রুতির নীল চাদর বিছিয়ে অপেক্ষায় থাকি।
আমার আর সর্বনাশী হয়ে ওঠা হয় না।