কবিতায় রুমা তপাদার
সব থেকে বড়ো বীজ মাটি
ঘন কালো আর ঘোর অন্ধকার রাতে
আমি তাকে স্পষ্ট দেখি
সে এসে বসেছে বহুবার এভাবেই পাশে
আমার সমস্ত
ব্যাথা-কান্নার দুহাত ধরে
যত জল পড়েছে দৃষ্টির
সেই দৃষ্টিতে অস্থির তার চোখ দেখেছি বারবার
খসখসে হাতের পাতা কপাল থেকে মাথার দিকে গেছে
আমাকে শিখিয়েছে জীবনের থেকে আরো বড়ো
এক জীবন রয়েছে এই পৃথিবীতে
শুধু আকাশের দিকে নয়
পৃথিবীর কেন্দ্র দেখো চোখ খোলো
মাটি খোঁড়ো , মাটি ছড়াও সরাও
এই পৃথিবীর সব থেকে বড়ো বীজ মাটি।