কবিতায় রুনা দত্ত by TechTouchTalk Admin · Published December 7, 2019 · Updated December 6, 2019 স্পর্শ বীণা শুধু ছুঁয়ে যেতে চাও দেহ -বীণাতে বাজলে কই , তোমার স্পর্শে উত্তাপ নেই কেমন করে অনুরাগ লিখি! তোমার স্পর্শে উচ্ছ্বাস নেই কেমন করে প্রেম লিখি ! অকাল শ্রাবণেে ভেসে যায় মোহরকুঞ্জ পথ হারালে যে সই রক্তিম মদিরা ঠোঁট!সিক্ত শরীর জুড়ে নীল যমুনার আশনাই । তথাপি বিরহ!ভেঙে গেছে প্রেম জানে না কৃষ্ণপ্রিয়া রাই কতটা ব্যাকুল হলে এ জন্মে বা পুনর্জন্মেও রাধা বা মীরা হওয়া যায় ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love