কবিতায় রাখী সরদার
হেমন্ত প্রচ্ছদে
যতবার দেখা হয় হেমন্ত প্রচ্ছদে
শীতার্ত ঘুঙুর কাঁদে
নুয়ে পড়া
ঘাসে
নয়নসুক কুয়াশায় যেন থমকে আছো।
আমি চন্দ্রঘুম ফেলে
এসেছি তোমার কাছে
আমাকে ধ্বনিত করো…
হেঁটে আসে ডোডো পাখি ঠোঁটে মৃত্যু স্বাদ
ডানায় অনন্ত বাঁধা,
তবু তার উড়তে সাধ
মেঘের ভিতর
এ যেন ভৌত শরীরে প্রেমের উড়ান।
কুয়াশার চারুপাঠ তুলে রাখো দূরে
পাতায় পাতায় কার
হিম রেতঃ
ঝরে
এসো স্ফুলিঙ্গ সাজাই তোমার শরীরে।