কবিতায় রতন বসাক

” ….আর নয় “

মনটা তোদের সত্যি চোরা
বিবেক হলো বড্ড খোঁড়া
পাতিস একটা জাল,
নিজের মতোই চলছে ওরা
ফাঁকা পেয়ে ঝাপাস তোরা
ওটাই হয় যে কাল ।
টানতে থাকবি তখন তাকে
নিয়েই ছাড়বি সবার ফাঁকে
মিটাস মনের আশ,
শরীরটা যে তোদের হাতে
পারে না তো সবার সাথে
ওটাই হলো বাঁশ ।
দয়া নেইতো কারো মনে
দেখে লাগে থাকিস বনে
ধর্ষণ করিস তার,
সহন করে তোদের তখন
সেই কারণে ওদের এখন
জীবন হবে ভার ।
কদিন পরেই ভুলে যাবি
মেয়ে পেলে আবার খাবি
এটাই তোদের চাল,
জৈবিক কিছু সুখের জন্য
হতেই থাকিস তোরা বন্য
যতই দিক না গাল ।
তোদের ধরে দেবো দাঁড়া
বুঝবি এবার ভাতে মারা
কারে সবাই কয় ?
খবর পেলে গিয়েই ধরবো
ঐটা সবার অসার করবো
আগে ধর্ষণ নয় ।
নেতা পুলিশ যাকেই ধরিস
মাফ করে দাও যতই বলিস
থাকুক কারো হাত,
শুনবো না তো কারো কথা
দিক না মোদের যতই ব্যথা
করবো বাজী মাত ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।