কবিতায় মালিপাখি

আর একটি পথ জুড়ি

হরিণ তুমি গান দেশলাই, হরিণ তুমি মনে,
গান ঢেলেছো, বুঝেছি তাই ঢেউ ওঠে ঘাস বনে – !
হরিণ তুমি রামধনু হার, হরিণ তুমি সোনা,
তোমার চোখে ওড়না আমার শিখেছে ঢেউ গোনা – !
ঢেউ তো মাসি, দুল পরে সে চুল খুলেছে, চুলে ;
একটি তারা হাওয়ায় ভেসে নেমেছে পথ ভুলে – !
হরিণ তুমি গান আঁকো যেই অমনি আলোর ঝুরি
ঝমঝমিয়ে বাজে বলেই আর একটি পথ জুড়ি – !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।