কবিতায় মন্দিরা ঘোষ by TechTouchTalk Admin · Published March 14, 2020 · Updated March 14, 2020 মা অভিমান গাঁথছো। দাওয়ায় সাজিয়ে রেখেছো স্নেহফুল। তুলসীর মায়া। সাদা রঙের আকাশ আঁকছো আঁচলে। সেখানে লুকিয়ে রাখছো মেঘ। তবু ফেরাতে পারো না গর্ভের আতশ। যন্ত্রণা মুড়ে নিয়ে সরে যাচ্ছ তুমি। বড় ব্যস্ত ছিলে সব তাতেই! এক্ষেত্রেও তর সইল না তোমার! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় জয়া বিশ্বাস August 21, 2024 by TechTouchTalk Admin · Published August 21, 2024