কবিতায় মধুমিতা বসু সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আসুক বসন্ত, রঙীন হোক মন
বৃষ্টি ফোঁটা ঝরছে অবিরত,
মনের ক্ষরণ বাড়ছে ততোধিক,
যত টুকু হৃদয় দিলে পরে,
পেতেও পারি তারও অধিক,,
অন্য কারোও হৃদয় খোঁজাও দায়,
এত সময় নেই যে কারো হাতে,
বৃষ্টি যখন প্লাবন নামায় বুকে,
উদার হতে আকাশ নামে পথে,,
আজ কেন যে মন খারাপের খাম,
আসে না ত ডাকপিওনের হাতে,
ডাক বাক্স উঠেই গেছে কবে,
অতীত খোঁজা ব্যর্থ মনোরথে।।
হৃদয় দিলে হৃদয় পাওয়া যেত,
এমন চেষ্টা করিনি ত আগে,
সমাজ বলে নৈতিকতা মেনো,
বসন্ত এসে ধোয়াক আগে ফাগে।।
যাদের কাছে শীতই আসে শুধু,
যাদের নেই কোনও হৃদয় কাছে,
ধরতে গেলে ফস্কে পালায় পাছে,
বসন্ত কি বাড়তি শীতের কাছে??