কবিতায় বর্ণজিৎ বর্মন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ডাক
আকাশের পঙ্গু শরীর জুড়ে
NRC পাখির কালো পালক উড়ছে
মুহূর্ত ডেকে গেল -যে
মৌসুমি বর্মন – কাল
যেতে হবে ডিটেনশন ক্যাম্পে
গাছ বুঝে গেছে
পাখিরা তো বোবা
মিজানুর রহমানের দেহ
কে নেবে? যাবে কোন দেশে?
ফ্যাসিজম উন্মুখ প্রান্তরে
দাপাদাপি করে ..