কবিতায় পিয়ালী ত্রিপাঠী 

অশ্রু

অশ্রু কিনতে চান ?
নানারকম অশ্রু আছে বৃহদাকার অক্ষিডালায় !
ফিনকি দিয়ে রক্তসম , কিংবা খুবই ধীর ; স্তিমিত —
যেমন চাইবেন তেমন পাবেন ।
মনের মতো গড়িয়ে নেবেন !
দু গাল বেয়ে ডেমো -র পরে
গ্রুমিং একটু করলেই ব্যস ! কেল্লাফতে ! !
রক্তরাঙা চোখের মাসকারাকে উপেক্ষা করে
ক্যাটওয়াকে চমকে দেবে হরেকরকম অশ্রু মডেল
রংবেরঙের মেকআপ মাঝে সরল বর্ণ হারিয়ে ফেলে
নির্দ্বিধায় রাঙাবে অশ্রু “ভালো আছি”-র নতুন রঙে ॥
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।