কবিতায় পাপিয়া মণ্ডল by TechTouchTalk Admin · Published October 26, 2019 · Updated October 26, 2019 ছুঁয়ে দেখি মন্দবাসা আমনের ক্ষেতের ধার দিয়ে বয়ে যায় সর্পিল আলপথ। চলা শেষে মিলিত হয় রুগ্নস্রোতা নদীর চড়ায়। আবেগের ভিজে পথ ধরে অদম্য স্মৃতিরা ফিরে এসে, আমাদের মন্দবাসার উপ্যাখ্যানকে, বারবার ছুঁয়ে দিয়ে যায়। অঘ্রাণের নবান্নের সুঘ্রাণ মেঠো ইঁদুরের নাকে এসে লাগে। তোমার ভালোবাসা যাপন, ফোটো আপলোডে টের পাই! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love