মেহেফিল -এ- শায়র নাসির ওয়াদেন
হিমানী শরীর
আমার ধূসর শরীরে কুয়াশার বুনো দাঁত
উপবাসে, অনশনে লেজ নাড়ে
যুবতী ঘাসের রঙ নীল হতে হতে সবুজ
পোড়া বাঁশি বাজে বিশেষ সংকেতে
রাতের ফোঁটা ফুলগুলো হিমেল বাতাস
কাটে মাংসল কুড়োল-চাঁদে
নজরবন্দী কাঁচের দেয়াল ঘিরে শোক
একান্ত সান্ধ্য ময়ূরী মুখ তুলে থাকে
অচেনা টিপ ছুঁয়ে শপথ করেছি মৃত্যুর
মৃত্যুফুল ফোটার আগেই হাসি
কেঁদে ওঠে মেঘ রঙা রোদের পালকে
জলের নীচে আঁকে ছায়ালিপি
কস্তুরী রঙে গালিচার কোণে
আমার হিমানী শরীর মেখেছে গোধুলি ছাই
ছাইভস্ম মিশে গেছে প্রকৃত কামনার ভিড়ে