বড়দিনের কেক এসে হটাৎ দিল খবর
এসেছে সময় এবার নাকি শেষ হবে বছর।
শুনেই কেও লাফিয়ে ওঠে
পহলা জানুয়ারি যাবো পিকনিক…
কেও বা বলে আমার কি দাড়িয়ে হাসে ফিক ফিক।
কেও টিউশন যায় নতুন বছরে নতুন জামা গায়ে,
আর কেও ভাবে এবার পুজোয় তার আদৌ কি নতুন জামা হবে।
সবকিছুই একই থাকবে যেভাবে ছিল যে যার,
বদলাবে শুধু দোকানে দোকানে নতুন খাতা আর ঘরে ঘরে ক্যালেন্ডার।
বছর শেষের সাথে কারো অনেক কিছু যায় হারিয়ে
আবার কেউ হারানো কিছু নতুন বছরের সাথে পায় ফিরে।
বছরের শেষ দিনে কেও লুকিয়ে রাত জাগে
প্রিয় মানুষ তাকে নিউ ইয়ার উইশ যেন জানাতে পারে সবার আগে।
কিছু সিঙ্গেল বলে কিছু না করি 12 টায় হোয়াটসাপ স্ট্যাটাস লাগানো চাই।
কিছু সিঙ্গেল ঘুম দেয়…পরের দিন ঘরে ভালো মন্দ হওয়া চাই…।
কেও নানান জায়গা ঘুরে ছবির দেয় স্ট্যাটাসে
কেও ঘুরে সব জায়গা মোবাইল হাতে ঘরে বসে।
অলসতা আর বদঅভ্যাস গুলো পিছেনে ফেলে দিয়ে
নতুন বছর শুরু করো নতুন ভাবে রাঙিয়ে…