কবিতায় তুলসীদাস ভট্টাচার্য 

বৃষ্টিহীন

ভেবেছিলাম লিখব
এতটাই তরল অবয়ব
দানা বাঁধল না অক্ষর-অনুভবে
স্নায়ু এতটাই অবশ
মস্তিষ্কের কোষে কোষে
পাগলামির লক্ষন
ঠান্ডা বাতাস বইছে
দৃরে কোথাও বৃষ্টি হয়েছে
রোদে-গরমে ঠন্ ঠন্ সাড়ে তিন হাত জমি
বহুদূর দিয়ে বয়ে গেছে নদী ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।